Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোগী খরায় ক্ষতিগ্রস্ত কলকাতার হাসপাতাল ■ খুবি শিক্ষার্থীদের মারধর, ধাওয়া-পাল্টা-ধাওয়া ■ তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই ■ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না ■ দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক ■ দু-এক দিনের মধ্যে সুখবর আসছে ■ সংলাপে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল
হাসপাতালে ভর্তি প্রিয়াঙ্কা গান্ধী
Published : Saturday, 17 February, 2024 at 12:04 PM, Update: 17.02.2024 12:14:57 PM

প্রিয়াঙ্কা গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। শরীরে পানিশূন্যতার কারণে শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।

এক মাস আগে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু হলেও রাহুল গান্ধীর পাশে একবারও প্রিয়ঙ্কাকে দেখা যায়নি। কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল, বিহার থেকে উত্তরপ্রদেশের চন্দৌলিতে ওই যাত্রা প্রবেশের সময় রাহুলের সঙ্গে যোগ দেবেন প্রিয়াঙ্কা। কিন্তু, তার মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

নিজের এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী জানান, উত্তরপ্রদেশে ভাই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার উত্তরপ্রদেশ প্রবেশের অপেক্ষায় ছিলাম। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। খানিকটা সুস্থ হলেই রাহুলের সঙ্গে যোগ দেব। এরপর যাত্রার সাফল্য কামনা করে কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

এদিকে, প্রিয়াঙ্কার অসুস্থ হওয়া নিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর দাবি, গান্ধী ভাই-বোনের মধ্যে প্রচ্ছন্ন শত্রুতা তৈরি হয়েছে। বেড়েছে দূরত্ব। সেই কারণেই রাহুলের সঙ্গে ন্যায় যাত্রায় সঙ্গী হচ্ছেন না প্রিয়াঙ্কা।

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধী রায়বরেলি থেকে প্রার্থী হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই উত্তর প্রদেশে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় প্রিয়াঙ্কা গান্ধীর যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ। রাহুলের এই ন্যায় যাত্রা ১৬ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর প্রদেশের উপর দিয়ে যাবে। তারপর দুদিন বিশ্রাম নিয়ে আবার ২৪ থেকে ২৫ ফেব্রুয়ারি যাত্রা করবে। হিন্দু বলয়ের প্রধান কেন্দ্র, সবচেয়ে বড় এই রাজ্যে রাহুলের ন্যায় যাত্রা কতটা সফল হয়, সেটাই দেখার বিষয়।

দেশ সংবাদ/এসএইচ



আপনার মতামত দিন
রোগী খরায় ক্ষতিগ্রস্ত কলকাতার হাসপাতাল
আর্ন্তজাতিক ডেস্ক
Wednesday, 4 December, 2024
ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 4 December, 2024
দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 3 December, 2024
ভারতকে ‘ল্যাবরেটরি’ বললেন বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 3 December, 2024
ত্রিপুরার ঘটনায় ৩ পুলিশ বরখাস্ত, আটক ৭
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 3 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up