শিরোনাম: |
ডিএনএ টেস্টের মাধ্যমে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারানো চার জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিহতদের স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা এ তথ্য নিশ্চিত করেছেন।
শনাক্ত যাত্রীরা হলেন, রাজবাড়ী জেলার গাংবথন দিয়া কালুখালীর আব্দুল হকের ছেলে আবু তালহা (২৪)। তিনি সৈয়দপুর সেনাবাহিনী পরিচালিত ইউনিভার্সিটিতে ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করতেন, রাজবাড়ী সদর উপজেলার রঘুনাথপুরের চিত্তরঞ্জন চৌধুরীর মেয়ে চন্দ্রিমা চৌধুরি সৌমি (২৮), গেন্ডারিয়া থানার নারিন্দা ৭৬ শরৎ গুপ্ত রোডের আসিফ মো: খানের স্ত্রী নাতাশা জেসমিন নেকি (২৫) ও রাজবাড়ী সদর উপজেলার মৃত সাইদুর রহমানের মেয়ে এলিনা ইয়াসমিন(৪০)।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক সেতাফুর রহমান বলেন, গোপীবাগে ট্রেনে আগুনে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারানো চার জনের মরদেহ শনাক্তের পর বৃহস্পতিবার তাদের মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে নিহতদের স্বজনরা সংবাদ শুনে মরদেহ নেয়ার জন্য সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে অপেক্ষায় রয়েছে।
পুলিশ আরো জানায়, ইতিপূর্বে চার পরিবার মরদেহ নেয়ার জন্য চার পরিবারের পক্ষ থেকে যারা আবেদন করেছিলেন, শনাক্তকরণ প্রক্রিয়ায় তাদেরই নাম এসেছে। আমরা তাদের পরিবারে খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে আজই তাদের মরদেহ তাদের বুঝিয়ে দেয়া হবে বলেও জানান তিনি।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|