শিরোনাম: |
যুক্তরাষ্ট্রে ‘কানসাস সিটি চিফ’-এর সুপার বোল কাপ বিজয় উদযাপনের র্যালিতে বন্দুকধারীদের হামলায় একজন নিহত হয়েছেন। হামালায় শিশুসহ আহত হয়েছেন অন্তত আরও ২২ জন। তাদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) কানসাস সিটিতে শতশত পুলিশ প্রহড়ার মধ্যেই এ হামলা চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়।
কর্তৃপক্ষ জানায়, বুধবার দুপুরে ফুটবল দল ‘কানসাস সিটি চিফ’- এর সুপার বোল কাপ বিজয় উদযাপনে ছিলো র্যালি। যাতে যোগ দেয় কয়েক হাজার সমর্থক। ভিড়ের মধ্যেই শুরু হয় গোলাগুলি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। আটক করা হয় সন্দেহভাজন তিন জনকে। গুলিবিদ্ধদের নেয়া হয় হাসপাতালে।
চিকিৎসকরা জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। কারণ, আহতদের মধ্যে ৮ জনের অবস্থা সংকটাপন্ন। আহতদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। তবে হতাহতদের নামপরিচয় ও বয়স প্রকাশ করেননি। এছাড়া গ্রেপ্তারকৃত ব্যক্তিদেরও পরিচয়ও জানানো হয়নি।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দ শোনার পর কর্মকর্তারা ব্যস্ত ট্রেন স্টেশনে প্রবেশ করছেন এবং আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
কানসাস সিটির মেয়র কুইন্টন লুকাস বলেন, তিনি ইউনিয়ন স্টেশনের ভেতরে ছিলেন। গুলির শব্দ শোনার পর তিনি এবং অন্যরা দৌড়াতে শুরু করেন।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|