শিরোনাম: |
হারের বৃত্ত থেকে কিছুতেই যেন বের হতে পারছে না দুর্দান্ত ঢাকা। মিডল অর্ডার ব্যাটার অ্যালেক্স রস একাই ৮৯ রান করার পরেও ফরচুন বরিশালের কাছে এবার ২৭ রানে হেরেছে তাসকিন আহমেদের দল। এ নিয়ে টানা ৯ হারের লজ্জার রেকর্ড গড়ল ঢাকা। অপরদিকে, ঢাকার বিপক্ষেই টানা দ্বিতীয় জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো তামিমের বরিশাল।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল, এরপর সাবধানী শুরু করেন আহমেদ শেহজাদকে নিয়ে। একবার খোলস ছেড়ে বেরিয়ে আসার পর আর পেছনে তাকাতে হয়নি তামিমকে। ৫টি চার ৩টি ছক্কায় ৩৪ বলে অর্ধশতকের মাইলফলকে পা রাখেন ড্যাশিং ওপেনার। ২২ বলে ২৪ রান করে আহমেদ শেহজাদ সাজঘরে ফিরলেও সৌম্য সরকার ওয়ান ডাউনে নেমে সঙ্গ দেন তামিমকে।
তামিমের সামনে ছিল সেঞ্চুরির সুবর্ণ সুযোগ। তবে ৪৫ বলে ৭১ রান করে থামে ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো তার ইনিংসটি। ১৫৭.৭৭ স্ট্রাইক রেটে ব্যাট করা তামিমই দলকে গড়ে দেন বড় পুঁজির ভিত। মাহমুদউল্লাহ রিয়াদ ১০ বলে ১৩ রান করে ফেরেন, আর সৌম্য সরকার ২৩ বলে ২৮ রান করে বিদায় নিলে আক্ষেপ রয়েই যায় ভক্তদের।
শেষদিকে মুশফিক-মিরাজরা সুবিধা করতে না পারলেও মোহাম্মদ সাইফউদ্দিন খেলেন ৬ বলে ২৩ রানের ক্যামিও। এছাড়া ১০ রান করে অপরাজিত ছিলেন শোয়েব মালিক। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান দাঁড়ায় বরিশালের সংগ্রহ। ঢাকার পক্ষে আলাউদ্দিন বাবু তিনটি ও তাসকিন আহমেদ দুটি উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে ঢাকা প্রথমেই হারায় নাঈম শেখকে, যিনি ইনিংসের প্রথম ৪ বলের মধ্যে চার হাঁকান, ছক্কাও হাঁকান, আউটও হন। এরপর একের পর এক উইকেট হারাতে থাকলে অ্যালেক্স রস একপ্রান্ত আগলে রেখেও লাভ হয়নি।
ইনিংসের শেষপর্যন্ত লড়াই করা রস ৪৯ বলে ৮৯ রান করে থেকে যাক অপরাজিত। বরিশালের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন ও খালেদ আহমেদ তিনটি করে উইকেট শিকার করেন।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|