শিরোনাম: |
দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলি জারদারি। নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে এক সমঝোতার পর দলটি এ ঘোষণা দেয়। এই সমঝোতা প্রক্রিয়ায় আরও কয়েকটি রাজনৈতিক দল শরিক রয়েছে। তবে পিপিপি কোনো মন্ত্রিত্ব নেবে না।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।
এদিকে, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ভোটযুদ্ধে প্রথম অবস্থানে থাকলেও রাজনৈতিক ও সামরিক কারসাজিতে সরকার গঠন প্রক্রিয়া থেকে ছিটকে গেছে। খবর জিও নিউজ।
গতকাল রাতে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দেশের প্রেসিডেন্ট পদে আসিফ জারদারিকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেয়। তবে এর আগে, বিলাওয়াল ভুট্টো ঘোষণা দিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রিত্ব চান না, শুধু তার বাবা আসিফ জারদারিকে প্রেসিডেন্ট পদে দেখতে চান। অন্যদিকে, বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই তার পদের মেয়াদ ফুরিয়ে যাবে বলে জানা গেছে।
৬৮ বছর বয়সী আসিফ জারদারি ২০০৮-২০১৩ মেয়াদে প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট ছিলেন। আফিস জারদারি-বেনজির ভুট্টো দম্পতির তিন সন্তান হলেন বিলাওয়াল ভুট্টো জারদারি, আসিফা ভুট্টো জারদারি, বখতাওয়ার ভুট্টো জারদারি।
ধারণা করা হচ্ছে যে, ওই সমঝোতার অংশ হিসেবেই পিএমএল-এন তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শাহবাজ শরিফের নাম ঘোষণা করেছে। এতে করে দ্বিতীয় মেয়াদে তার প্রধানমন্ত্রী হওয়ার আর তেমন কোন বাধা থাকছে না। আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ মঙ্গলবার রাতে তাদের ওই পদ দুটিতে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে তিনি চতুর্থ মেয়াদে তার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড সম্ভাবনায় ইতি টানলেন।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|