শিরোনাম: |
ভারতে ফসলের ন্যূনতম মূল্যের নিশ্চয়তার দাবিতে আবারও আন্দোলনে নেমেছে কৃষকরা। বুধবার দ্বিতীয় দিনে গড়ালো ভারতের কৃষক আন্দোলন। তবে পুলিশি বাধার মুখে এখনও রাজধানী নয়াদিল্লিতে ঢুকতে পারেনি ক্ষুব্ধ কৃষকরা। তাদের পদযাত্রায় বাধা দিলে পুলিশের সাথে কৃষকদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন কৃষককে আটকও করেছে পুলিশ।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, প্রবেশ ঠেকাতে রাজধানীর সীমান্তগুলোয় জোরালো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এরইমধ্যে, কয়েক জায়গায় কৃষকদের সাথে ঘটেছে পুলিশের সংঘর্ষ। হরিয়ানায় ইন্টারনেট সেবা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফসলের ন্যূনতম নিশ্চিত মূল্যের দাবিতে সোমবার হারিয়ানা ও পাঞ্জাবে বিক্ষোভ করে কৃষকরা। দাবি আদায়ে দিল্লি অভিমুখে যাত্রার ঘোষণা দেন তারা। কৃষকদের এই আন্দোলন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে দিল্লি আসার রাস্তায় রাস্তায় ব্যারিকেড তৈরি করে পুলিশ। এদিকে, ট্রাক্টর ও ট্রাকে করে দিল্লি আসতে থাকে কৃষকরা।
ব্যারিকেড ভেঙে দিল্লি প্রবেশের সময় উত্তর হরিয়ানা সীমান্ত পয়েন্টে কৃষকদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এছাড়া বিক্ষোভকারী কৃষকদের ওপর ড্রোন থেকেও কাঁদানে গ্যাস ছুড়ে তারা।
গত ২০২১ সালের নভেম্বরে কৃষি আইন প্রত্যাহার করে মোদী সরকার। সেসময় দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় আন্দোলন করে কয়েক হাজার কৃষক। তখন বলা হয়েছিল, কৃষক ও সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি প্যানেল তৈরি করে ফসলের ন্যূনতম নির্ধারিত মূল্য নিশ্চিত করার উপায় খুঁজে বের করা হবে।
কিন্তু সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়িত হয়নি। তখন থেকেই আয় দ্বিগুণ ও ঋণ মওকুফের প্রতিশ্রুতি পূরণের জন্য সরকারকে চাপ দিয়ে আসছে কৃষকরা।
এদিকে, দাবি আদায় না হওয়া পর্যন্ত নয়াদিল্লিতে বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন কৃষকরা। শুক্রবার দেশজুড়ে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন হাজারো কৃষক ও ট্রেড ইউনিয়নগুলো।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|