শিরোনাম: |
মাঘের শেষ দিন আজ। এর মধ্যেই গাছে গাছে নতুন পাতা। প্রকৃতিতে ফুটছে নানান ফুল। এসবই জানিয়ে দিচ্ছে বসন্তের আগমনী। সেইসাথে আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবসও। তবে এর ভেতর আবহাওয়া অফিস জানিয়েছে, পহেলা ফাল্গুন আর ভালোবাসার দিনে হয়তো বৃষ্টি দিবে ভিন্ন আমেজ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই আগামীকাল বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে। যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ দেশের ৫ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি এবং কিছু স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থান রয়েছে এই তালিকায়।
এছাড়া দেশের আরও কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে সারাদিনের আবহাওয়া। এছাড়া ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
চলতি ফেব্রুয়ারি মাসে দেশের ওপর দুইবার বৃষ্টিপাত বয়ে গেছে। এছাড়াও জানুয়ারি মাসেও বৃষ্টি হয়েছে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে বয়ে যাওয়া বৃষ্টিপাতের পর শীত বাড়ার আশঙ্কা নেই বলে বাংলাদেশের আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে বৃষ্টির পর কুয়াশার পরিমান বাড়বে।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|