শিরোনাম: |
নতুন বছরে ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া জাকির হাসান, বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটার মাহমুদুল হাসান জয়। তিন ফরম্যাটের জন্য ৬ টি ভিন্ন ক্যটাগরিতে ২১ জন ক্রিকেটার আছেন এই চুক্তিতে।
গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৪ ক্রিকেটার এবারের চুক্তিতে জায়গা হারিয়েছেন। তারা হচ্ছেন; তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত এবং এবাদত হোসেন।
এদিকে এবারের চুক্তিতে দুইজন ক্রিকেটার প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। তারা হচ্ছেন; তানজিম হাসান সাকিব এবং মাহমুদুল হাসান জয়। তানজিম সাকিব আছেন শুধু ওয়ানডের চুক্তিতে। অন্যদিকে জয় জায়গা পেয়েছেন টেস্টের চুক্তিতে।
এছাড়া চুক্তিতে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান। ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন তিনি। এছাড়া, আগের চুক্তিতে দুই ফরম্যাটে থাকলেও নতুন চুক্তিতে তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং শরিফুল ইসলাম। আগে শুধু টি-টোয়েন্টির চুক্তিতে থাকা হাসান মাহমুদ এবার রয়েছেন ওয়ানডে এবং টি-টোয়েন্টির চুক্তিতে।
বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ২০২৩ সালে টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন। তবে এবারের চুক্তিতে তিনি রয়েছেন শুধু টি-টোয়েন্টিতে।
একনজরে কেন্দ্রীয় চুক্তি :
তিন সংস্করণ: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম।
টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।
টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।
ওয়ানডে ও টি-টোয়েন্টি: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।
টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী ও কাজী নুরুল হাসান সোহান।
বাদ পড়েছেন: তামিম ইকবাল, এবাদত হোসেন, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|