Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রাজনৈতিক দলের লেজুড়বৃত্তিক সংগঠন না রাখার সুপারিশ ■ প্রধানমন্ত্রীর মেয়াদ দু’বারের বেশি নয় ■ টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত অনেকেই ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’ ■ অস্ত্র মামলায় রিমান্ডে ছাগলকাণ্ডের মতিউর ■ যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে সম্পর্ক হোঁচট খাবে না
বিসিবির কেন্দ্রীয় চুক্তি: কারা ফিরলেন, কারা বাদ পড়লেন
Published : Tuesday, 13 February, 2024 at 2:12 PM

কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি

কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিবি

নতুন বছরে ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া জাকির হাসান, বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটার মাহমুদুল হাসান জয়। তিন ফরম্যাটের জন্য ৬ টি ভিন্ন ক্যটাগরিতে ২১ জন ক্রিকেটার আছেন এই চুক্তিতে।

গত বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ৪ ক্রিকেটার এবারের চুক্তিতে জায়গা হারিয়েছেন। তারা হচ্ছেন; তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত এবং এবাদত হোসেন।

এদিকে এবারের চুক্তিতে দুইজন ক্রিকেটার প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। তারা হচ্ছেন; তানজিম হাসান সাকিব এবং মাহমুদুল হাসান জয়। তানজিম সাকিব আছেন শুধু ওয়ানডের চুক্তিতে। অন্যদিকে জয় জায়গা পেয়েছেন টেস্টের চুক্তিতে।

এছাড়া চুক্তিতে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান। ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন তিনি। এছাড়া, আগের চুক্তিতে দুই ফরম্যাটে থাকলেও নতুন চুক্তিতে তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং শরিফুল ইসলাম। আগে শুধু টি-টোয়েন্টির চুক্তিতে থাকা হাসান মাহমুদ এবার রয়েছেন ওয়ানডে এবং টি-টোয়েন্টির চুক্তিতে।

বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ২০২৩ সালে টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন। তবে এবারের চুক্তিতে তিনি রয়েছেন শুধু টি-টোয়েন্টিতে।

একনজরে কেন্দ্রীয় চুক্তি :


তিন সংস্করণ: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী ও কাজী নুরুল হাসান সোহান।

বাদ পড়েছেন: তামিম ইকবাল, এবাদত হোসেন, আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন।

দেশ সংবাদ/এসএইচ


আপনার মতামত দিন
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up