শিরোনাম: |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’-এ যোগ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) ২৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্টের মাধ্যমে টিকটকে তার আত্মপ্রকাশ ঘটে।
নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা প্রথম ভিডিওতে ৮১ বছর বয়সী বাইডেন রাজনীতি ও এনএফএল চ্যাম্পিয়নশিপ নিয়ে রসিকতা করেন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তরুণ ভোটারদের আকৃষ্ট করতে বাইডেন এই পথ বেছে নিয়েছেন। তবে বষয়টি নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে। কারণ, সাম্প্রতিক বছরগুলোতে চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের তীব্র সমালোচনা করে আসছে মার্কিন সরকার।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকার নিরাপত্তার কারণে সরকারি ডিভাইসে টিকটক অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে। সম্প্রতি মন্টানার অঙ্গরাজ্যের সরকারকে অ্যাপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছিল। তবে আদালতের কারণে তা বাস্তবায়ন হয়নি।
এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে আংশিক বা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়েছে টিকটক। নিরাপত্তার ঝুঁকির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব দেশ এই পদক্ষেপ নেয়।
প্রসঙ্গত, এ বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|