শিরোনাম: |
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে অবস্থিত রূপসী গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক৷
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বেতন না দিয়ে এবং কোনো ধরনের ঘোষণা ছাড়াই হঠাৎ করে কারখানাটি বন্ধ করে দেন। ফলে কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিক কর্মহীন হয়ে অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন।
অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ না করলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বকেয়া বেতনের দাবিতে নগরীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন পোশাক কারখানাটির শ্রমিকরা।
দেশ সংবাদ/এসএইচ
আপনার মতামত দিন
|