শিরোনাম: |
বিপিএলের দশম আসরের উড়তে থাকা খুলনা টাইগার্সকে ষষ্ঠ ম্যাচে এসে দ্বিতীয় হারের স্বাদ দিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা দেয়া ছোট লক্ষ্যে খেলতে নেমে তাসের ঘরের মতো ভেঙে গেছে খুলনা টাইগার্সের ব্যাটিং লাইনআপ। টাইগার্সদের ৬ ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। খুলনাকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে খুলনাকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিটন দাসের দল।
বুধবার মিরপুরে বিপিএলের ম্যাচে খুলনা টাইগার্সকে ৩৪ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে চারবারের চ্যাম্পিয়নরা। পরে রান তাড়ায় নেমে ১১৫ রানের বেশি করতে পারেনি খুলনা। ছয় ম্যাচে এটি কুমিল্লার চতুর্থ জয়। টানা চার জয়ের পর দুই ম্যাচ হারলো খুলনা। দুই দলেরই পয়েন্ট এখন সমান, ৮।
শুরুতে ব্যাট করতে নেমে ভালো করতে পারেননি কুমিল্লার পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ২৮ বলে ২১ রান করে নাসুম আহমেদের বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। টুর্নামেন্টে নিজের শেষ ম্যাচ খেলা রিজওয়ান ৫ ম্যাচে করেছেন ৮৫ রান। কুমিল্লার এদিন বড় স্বস্তি ছিল লিটন দাসের রানে ফেরা।
২ চার ও ৪ ছক্কায় ৩০ বলে ৪৫ রান করে তিনি বোল্ড হন নাসুম আহমেদের বলে। তিনে খেলতে নেমে রান করতে পারেননি এবারের বিপিএলে প্রথমবারের মতো মাঠে নামা উইল জ্যাকস। ২৭ বলে ২২ রান আসে তার ব্যাটে। একসময় মনে হচ্ছিল অল্পতেই থামতে পারে কুমিল্লা।
তবে ২ চার ও ১ ছক্কায় ৮ বলে ১৮ রান করা জাকের আলি ও ৫ বলে ১০ রান করা মাহিদুল ইসলাম অঙ্কনের ইনিংসে ভর করে ১৪০ ছাড়ায় কুমিল্লার রান। খুলনার পক্ষে ৪ ওভারে ২১ রান দিয়ে দুটি উইকেট নেন নাসুম, দুই উইকেট পান ফাহিম আশরাফও।
রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয় খুলনার। তবে ৩ চার ও ১ ছক্কায় ১২ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন ওপেনার ও অধিনায়ক এনামুল হক বিজয়। তার বিদায়ের পরই ধ্বস নামে খুলনার। ৯ নম্বরে নেমে ১ চার ও ৩ ছক্কায় ১২ বলে সর্বোচ্চ ২৩ রান করেন নয় নম্বরে নামা মোহাম্মদ ওয়াসিম।
আপনার মতামত দিন
|