Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ‘বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি ১/১১ গঠনের ইঙ্গিত’ ■ রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ারবহির্ভূত ■ বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক দাবি বার সভাপতি ■ ৬ মাসে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা ■ ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে ■ গ্রিন কার্ডের আবেদন করতে লাগছে না করোনা টিকার সনদ ■ জার্মানিতে ছুরিকাঘাতে শিশুসহ নিহত ২
ডেইলি স্টার
সাংবাদিকের জামিন নামঞ্জুর, জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
Published : Wednesday, 7 February, 2024 at 5:02 PM, Update: 07.02.2024 5:07:22 PM

 ডেইলি স্টারের সাংবাদিকের জামিন নামঞ্জুর

ডেইলি স্টারের সাংবাদিকের জামিন নামঞ্জুর

গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে মামলায় গ্রেপ্তার হওয়া ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আগামী তিন দিনের মধ্যে তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত এই আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নাজমুল হাসান আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেন।

আসামিদের পক্ষে তাদের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার সকালে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলাটির করেন গৃহপরিচারিকা প্রীতির বাবা লুকেশ ওড়ান। মামলায় দণ্ডবিধি ৩০৪ (ক) ধরায় ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগ করা হয়েছে।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়ান নামে এক কিশোরী গৃহকর্মীর মৃত্যু হয়। ১৫ বছর বয়সী ওই কিশোরী ওই ভবনের বাসিন্দা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। পরে মোহাম্মদপুর থানা পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

প্রীতির বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে। তার বাবার নাম লুকেশ ওড়ান।

দেশ সংবাদ/এসএইচ



আপনার মতামত দিন
কর দিতে হবে না বিয়েতে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 21 January, 2025
বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করলো সরকার
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 21 January, 2025
১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন
নিজস্ব প্রতিবেদক
Monday, 20 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up