Published : Saturday, 3 February, 2024 at 5:55 PM, Update: 04.02.2024 10:28:35 AM
সেমিফাইনালে খেলার পথে টাইগার যুবাদের বাধা হয়ে দাঁড়িয়েছিল রানরেটের সমীকরণের মারপ্যাচ। সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ৪০.৪ ওভারে মাত্র ১৫৫ রানে অলআউট করে দিয়ে শেষ চারে ওঠার দারুণ সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিতে যেতে হলে ৩৮.১ ওভারে টাইগারদের ১৫৬ রানের লক্ষ্যে যেতে হবে।
সুপার সিক্সে নিজেদের দুই ম্যাচ জিতে গ্রুপ-১ থেকে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের। এই গ্রুপ থেকে সেমির পথের লড়াইটা এখন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। ৪ ক্যারি পয়েন্ট নিয়ে সুপার সিক্সে এসেছে পাকিস্তান। এই পর্বে নিজেদের প্রথম ম্যাচেও জিতেছে তারা। ফলে বাংলাদেশ থেকে দুই পয়েন্ট এগিয়ে আছে তারা, এমনকি রান রেটেও এগিয়ে।
পাকিস্তানের নেট রান রেট +১.০৬৪। বাংলাদেশের পয়েন্ট ৪ আর নেট রান রেট +০.৩৪৮। তবে বাংলাদেশ আজকের ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে পাকিস্তানের সমান ৬। মাহফুজুর রহমান রাব্বির দল ৩৮.১ ওভারের মধ্যে জিতলে তারা প্রতিপক্ষের রানরেট টপকে কাটবে সেমির টিকিট।
বেনোনিতে শনিবার টসে জিতে আগে ফিল্ডিং বেছে নেয় টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দলীয় ৩৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। শামিল হোসেন ১৯ রান করে রোহানাত দৌল্লা বর্ষণের বলে বোল্ড হন।
টিম টাইগার্সের ধারালো বোলিংয়ে পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারায়। আরিফুল ইসলামের দারুণ রানআউটে ড্রেসিংরুমে ফেরেন অধিনায়ক সাদ বেগ। চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ধীরগতির ব্যাটিংয়ে ৬৭ বলে ২৪ রান করেন আরেক ওপেনার শাহজাইব খান।
৮৯ রানের মধ্যেই প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নিয়ে চালকের আসনে বসে লাল-সবুজের দল। সপ্তম উইকেটে আরাফাত মিনহাস ও আলী আসফান্দ ৪৩ রানের জুটি গড়ে হালকা প্রতিরোধ গড়েন। শেখ পারভেজ জীবনের বলে গালি অঞ্চলে ১৯ রান করা আসফান্দের দুর্দান্ত ক্যাচ নেন আহরার আমিন। খানিক পর উবায়েদ শাহকে বোল্ড করেন জীবন।
বর্ষণের বলে বোল্ড হন মোহাম্মদ জিশান। টাইগার কাপ্তান রাব্বির বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ার আগে ৪০ বলে ৪টি চার ও এক ছক্কায় দলের হতে সর্বাধিক ৩৪ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের পক্ষে দুরন্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে ১০ ওভারে ৩ মেডেনসহ ২৪ রানের বিনিময়ে ৪ উইকেট পান জীবন। ৮ ওভারে এক মেডেনসহ বর্ষণও দখল করেন ৪ উইকেট। একটি উইকেট পকেটে পুরেন রাব্বি।