Published : Saturday, 3 February, 2024 at 4:25 PM, Update: 03.02.2024 5:46:15 PM
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারী রয়েছেন। এদের মধ্যে মিয়ানমারের ২৮৮ জন, বাংলাদেশের ৯৪ জন, ভারতের ৭২ জন, ইন্দোনেশিয়ার ৩৯, নেপালের ১৫ জন, নেপালের ১৫ জন, শ্রীলঙ্কার ৯ জন, পাকিস্তানের ৬ জন ও ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছে।
সেলেঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটককৃতদের বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এছাড়া, এই অভিযানে অভিবাসন বিভাগ ছাড়াও আরো কয়েকটি সংস্থার সদস্যরা অংশ নেয়।
অভিবাসন বিভাগ বলছে, অভিযানের আগে অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য পাওয়ার পর পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে গোয়েন্দা ও নজরদারি চালায়।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে আটককৃত অভিবাসীরা অতিরিক্ত অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি না থাকার তথ্য পাওয়া গেছে। ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০ থেকে ৫০ বছর বয়সি আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ গ্রহণে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে রাখা হয়েছে।