শিরোনাম: |
মিয়ানমারের জনপ্রিয় পার্বত্য শহর পাইন ও লুইন এর ছোট প্রধান চত্বরে কয়েকশো লোকের জমায়েত হয়েছিলো গত মঙ্গলবার। চশমা পরা এক বৌদ্ধ ভিক্ষুর চমকপ্রদ বক্তৃতা শুনতে জড়ো হয়েছিলো তারা।
দেশের সামরিক শাসক মিন অং হ্লাইং এর সরে দাঁড়ানো উচিত এবং তার ডেপুটি জেনারেল সো উইন এর দায়িত্ব নেয়া উচিত, বললেন তিনি। ইনি সেই ব্যক্তি যিনি, ২০২১ সালে অং সান সুচির নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন, একটা বিপর্যয়কর গৃহযুদ্ধকে উস্কে দিয়েছিলেন, এবং ব্যাপক আন্তর্জাতিক নিন্দার মুখোমুখি হয়েছেন। মিয়ানমারের জনগণের একটা বড় অংশ তাকে ঘৃণা করে।
যদিও এই সমালোচনা অস্বাভাবিক। কারণ কট্টর সামরিক জান্তাকে সমর্থন করে এমন বৌদ্ধদের এক অতি জাতীয়তাবাদী গোষ্ঠীর অংশ এই ভিক্ষু পাও কো তাও। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাতিগত বিদ্রোহীদের হাতে সেনাবাহিনীর ধারাবাহিক পরাজয় মিন অং হ্লাইংয়ের একসময়ের সমর্থকদের নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করেছে।
দেশসংবাদ/এমএইচ/এফএইচ
আপনার মতামত দিন
|