Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক দাবি বার সভাপতি ■ ৬ মাসে রাজস্ব ঘাটতি ৫৮ হাজার কোটি টাকা ■ ডিসেম্বর অথবা জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে ■ গ্রিন কার্ডের আবেদন করতে লাগছে না করোনা টিকার সনদ ■ জার্মানিতে ছুরিকাঘাতে শিশুসহ নিহত ২ ■ বিনামূল্যে বিতরণের ১০ হাজার বই জব্দ, আটক ২ ■ সরকার বেশ কিছু বিষয়ে নিরপেক্ষতা রক্ষা করতে পারছে না
সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন স্থগিত
Published : Thursday, 25 January, 2024 at 12:37 PM, Update: 25.01.2024 12:52:52 PM

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন স্থগিত

সাংবাদিক নাদিম হত্যা: প্রধান আসামি বাবুর জামিন স্থগিত

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেন। রায়ে হাইকোর্টের দেয়া বাবুর ৬ মাসের জামিন স্থগিত করা হয়েছে। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম আবুল হোসেন।

এর আগে ১৯ সেপ্টেম্বর হাইকোর্ট বাবুকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। এরপরদিন ২০ সেপ্টেম্বর বাবুকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে লিভ টু আপিল দায়ের করার নির্দেশ দেন আপিল বিভাগ। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করে।

উল্লেখ্য, গত বছরের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির বরখাস্তকৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং আরও অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দেশসংবাদ/এফ




আপনার মতামত দিন
কর দিতে হবে না বিয়েতে
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 21 January, 2025
বিশেষ ওএমএস কার্যক্রম বন্ধ করলো সরকার
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 21 January, 2025
১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন
নিজস্ব প্রতিবেদক
Monday, 20 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up