শিরোনাম: |
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের নিহতের ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি সরকারের ‘নতজানু’ পররাষ্ট্রনীতির তীব্র নিন্দা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির নেতারা বলছেন, সরকারের ‘নতজানু’ পররাষ্ট্রনীতি দেশের কোটি কোটি মানুষকে সীমান্তে ‘ফেলানি’র মতো কাঁটাতারে ঝুলিয়ে রাখবে।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বিজয় নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের বক্তব্য তুলে ধরেন যুগ্ম সদস্য সচিব ও কূটনৈতিক উইংয়ের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এবি পার্টির সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির সঞ্চালনায় ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। ব্রিফিংয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, পৃথিবীর অন্য কোনো সীমান্তে এতো পরিমাণ বেসামরিক নাগরিক খুন হওয়ার নজির নেই। ভারত-পাকিস্তান সীমান্তে বিভিন্ন মাত্রায় প্রায়ই যুদ্ধ হয়, দুই পক্ষেরই সামরিক বাহিনীর সদস্য নিহত হয় কিন্তু বেসামরিক নাগরিক খুন হওয়ার ঘটনা সেখানে নেই বললেই চলে। এমনকি নেপাল, ভুটান সীমান্তেও কোন নাগরিককে হত্যার কথা আমরা শুনিনি। তিনি বলেন, আমাদের নাগরিকদের যেহেতু নিজ দেশেই কোনো মর্যাদা নেই, ভারতীয় সীমান্ত রক্ষীরা তাদেরকে তো খুন করে সীমানার কাঁটাতারে ঝুলিয়ে রাখবেই।
দলের সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, একটি অবৈধ সরকার যখন জনগণের ম্যান্ডেট ব্যতীত ১৫ বছর ধরে জোর করে ক্ষমতায় থাকে, তখন একটি মর্যাদাপূর্ণ স্বকীয় পররাষ্ট্রনীতি প্রণয়নের মনোবল ও যোগ্যতা তাদের থাকে না। জন প্রত্যাখ্যাত আওয়ামী লীগ সরকারের নতজানু, অক্ষম ও পরনির্ভরশীল পররাষ্ট্রনীতির কারণে প্রতিনিয়ত দেশের কোটি কোটি মানুষ সীমান্তে হতভাগ্য ফেলানির মতো কাঁটাতারে ঝোলার অপেক্ষায় আছে।
মিডিয়া ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, গাজী নাসির, সহকারী অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, আমেনা বেগমসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
দেশসংবাদ/এমএইচ/এফএইচ
আপনার মতামত দিন
|