শিরোনাম: |
দ্বাদশ জাতীয় নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনের স্থগিত ভোট শেষে জয় পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম। শনিবার (১৩ জানুয়ারি) স্থগিত হওয়া কেন্দ্রে ভোটগ্রহণ শেষে তাকে বিজয়ী ঘোষণা করে ইসি।
ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় একটি কেন্দ্রে অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি। গৌরিপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় নামে ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এর মধ্যে নিলুফার আনজুম পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট। আগে পেয়েছিলেন ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে আগে পেয়েছিলেন ৫২ হাজার ২১১ ভোট। আর আজ পেয়েছেন ৩৫৫ ভোট। এ নিয়ে জাতীয় সংসদে আওয়ামী লীগের সদস্যদের সংখ্যা দাঁড়াল ২২৩ জন।
৭ জানুয়ারি নির্বাচনে ৩০০ আসনে ভোটগ্রহণের কথা থাকলেও বৈধ এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে নির্বাচন বাতিল করে ইসি। ভোট হয় ২৯৯ আসনে। ময়মনসিংহ-৩ আসনের ফলাফল ওই একটি কেন্দ্রের অনিয়মের কারণে স্থগিত রাখা হয়েছিল। আর পুনর্তফসিল অনুযায়ী, নওগাঁ-২ আসনে নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।
দেশসংবাদ/এমএইচ/এফএইচ
আপনার মতামত দিন
|