Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন গণঅভ্যুত্থানে আহতরা ■ কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন ■ ডিসেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৭.৭২ শতাংশ ■ ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার ■ রাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা ■ ফিলিস্তিনে আল-জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশ ■ জানুয়ারিতে এলপিজির দাম অপরিবর্তিত
আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
Published : Monday, 8 January, 2024 at 1:32 PM, Update: 09.01.2024 12:04:54 AM

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টানা চতুর্থবারের বিজয়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটির জয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে রয়টার্স, বিবিসি, গার্ডিয়ান, আল জাজিরা, এনবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, সিএনএন, টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদমাধ্যমগুলো এই জয়ের সংবাদ প্রচার করার পাশাপাশি নিজস্ব পর্যবেক্ষণমূলক প্রতিবেদনও প্রকাশ করেছে।

আওয়ামী লীগের জয়ের খবর প্রকাশ করেছে সুপরিচিত মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাদের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসেছেন। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকারপ্রধান হিসেবে নিজের খেতাব বজায় রেখেছেন তিনি।

নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আরেক ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম মেয়াদে পুনঃনির্বাচিত হয়েছেন।’

ভয়েস অব আমেরিকার শিরোনাম হয়েছে, ‘বাংলাদেশ নির্বাচনঃ আওয়ামী লীগ এককভাবে ২২৪ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আরও পাঁচ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা। এ নিয়ে সামগ্রিকভাবে এটি শেখ হাসিনার পঞ্চম মেয়াদ। তিনি ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন এবং ২০০৯ সালে পুনরায় নির্বাচিত হন। এরপর থেকে তিনি ক্ষমতায় রয়েছেন।

ডয়েচে ভেলে তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘টানা চতুর্থবার সরকার গঠনের পথে আওয়ামী লীগ।’

গার্ডিয়ানের খবরে বলা হয়, ‘শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছে।’ প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের কথাও উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগের এই নিরুঙ্কুশ বিজয়ে আনন্দবাজার তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, “বেজে চলেছে প্রচার-সঙ্গীত ‘নৌকা, নৌকা’, চার দিকে উড়ছে সবুজ আবির, কুর্শিতে ফিরছেন হাসিনা।”

বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছরের ক্ষমতায় বাংলাদেশের অর্থনীতি এবং পোশাক শিল্পের মোড় ঘুরিয়ে দেয়ার জন্য কৃতিত্ব পেয়েছেন শেখ হাসিনা। এছাড়া প্রতিবেশী মিয়ানমারে নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়েও বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন তিনি।

এনডিটিভি তাদের শিরোনাম করেছে, ‘বিরোধী দলের বয়কটের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ম মেয়াদে জয়ী হয়েছেন।’

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।’

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ বলেছে, ‘বাংলাদেশে বিপুল ভোটে জয়ের পথে আওয়ামি লিগ, পঞ্চমবার প্রধানমন্ত্রী পদে হাসিনা?’

এছাড়াও দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বেশিরভাগ গণমাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগের জয়ের খবর।

দেশসংবাদ/এফ


আপনার মতামত দিন
সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম
নড়াইল প্রতিনিধি
Tuesday, 31 December, 2024
১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব
নিজস্ব প্রতিবেদক
Monday, 30 December, 2024
১৫ বছর পর দেশে ফিরেছেন সাংবাদিক মারুফ রাজু
নিজস্ব প্রতিবেদক
Monday, 30 December, 2024
১৩৪ কোটি টাকা কার, জানালে মুন্নী সাহা
দেশ সংবাদ ডেস্ক
Wednesday, 4 December, 2024
রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে হামলা-গুলি
নিজস্ব প্রতিবেদক
Monday, 2 December, 2024
সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
Saturday, 30 November, 2024
ডিআরইউ'র নতুন সভাপতি সালেহ, সম্পাদক সোহেল
নিজস্ব প্রতিবেদক
Saturday, 30 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up