Published : Sunday, 7 January, 2024 at 5:17 PM, Update: 07.01.2024 5:22:46 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাচন কমিশন বলছে, বেলা তিনটা পর্যন্ত সারা দেশে ২৭.১৫% ভোট পড়েছে। এর মধ্যে ঢাকা বিভাগ ২৫ শতাংশ, চট্টগ্রাম ২৭%, খুলনায় ৩২%, সিলেটে ২২%, ময়মনসিংহে ২৯%, রাজশাহী ও রংপুর বিভাগে ২৬ শতাংশ করে, এবং বরিশাল বিভাগে ৩১ শতাংশ ভোট পড়েছে।
নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, অনিয়মের কারণে এ পর্যন্ত সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এছাড়া একটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে ১৫ জনকে জাল ভোট দেয়ার অভিযোগে আটক ও জরিমানা করা হয়েছে।
বিভিন্ন স্থান থেকে বিবিসির সংবাদদাতারা জানিয়েছেন, সকাল থেকেই ভোট পড়ার হার খুবই কম ছিল। এমনকি অনেক কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পরে ভোটার আসতে দেখা গেছে। বেশিরভাগ ভোটকেন্দ্রে আওয়ামী লীগের এজেন্ট ছাড়া অন্য প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি।
কম ভোটারের উপস্থিতি, বিক্ষিপ্ত সহিংসতা, ভোট কেন্দ্র বাতিলের মধ্য দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন শেষ হয়েছে। বিবিসির সংবাদদাতারা ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে জানাচ্ছেন, ভোটারের খুব কম উপস্থিতি দেখা গেছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বেলা তিনটা পর্যন্ত সারাদেশে মোট ২৭ শতাংশ ভোট পড়েছে। মুন্সীগঞ্জে একজনের মৃত্যু, চট্টগ্রামে বিএনপি কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনে অনিয়ম, সংঘাত ও জোর করে ব্যালটে সিল মারার অভিযোগে কয়েকটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।