Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ছাত্র হত্যায় জড়িত ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ■ পুলিশ গাড়িতে ওপর আন্দোলনকারীদের হামলা ■ নির্মাণাধীন ভবন ধসে ৩ জনের মৃত্যু ■ বঙ্গভবনের সামনে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ■ তিনদিনের ব্যবধানে আবারও বাড়লো স্বর্ণের দাম ■ বঙ্গভবনের সামনে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ■ প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার রুদ্ধদ্বার বৈঠক
ফরিদপুর ১: স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ২
Published : Saturday, 6 January, 2024 at 11:37 AM

ফরিদপুর ১: স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ২

ফরিদপুর ১: স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ২

ফরিদপুর-১ আসনের বোয়ালমারীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থক আহত হয়েছেন। শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের সূর্যোগ বাজারের এ হামলার ঘটনা ঘটে। 

আহতরা হলেন- বন্ডপাশা গ্রামের মাহাবুর রহমানের ছেলে ও রুপাপাত ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুঞ্জুরুল ইসলাম এবং তার ভাই সুজন মুন্সী। 

আহত মঞ্জুরুল ইসলামকে প্রথমে আহত অবস্থায় বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সুজন মুন্সীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। 

আহত মঞ্জুরুলের স্ত্রী জানান, আমার স্বামী স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের ঈগল প্রতীকের পক্ষে কাজ করছে। শুক্রবার রাত ৯টার দিকে পাশ্ববর্তী সূর্যোগ বাজারে গেলে পথমধ্যে নৌকার সমর্থক হেলমেটধারীরা মোটরসাইকেল চালিয়ে নৌকার পক্ষে স্লোগান দিয়ে তার মাথা লক্ষ্য করে পেছন থেকে আঘাত করে। অতর্কিত হামলায় মঞ্জুরুল ইসলাম রাস্তায় পড়ে গেলে তারা তাকে বেধড়ক মারপিট করে। এ সময় তার আত্মচিৎকারে স্থানীয় এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক তমাল কৃষ্ণ চক্রবর্তী বলেন, আহত মঞ্জুরুল ইসলামের মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। যেহেতু তার মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে তাই উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে স্থানান্তর করা হয়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, বিষয়টি আমি অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশসংবাদ/এফ




আপনার মতামত দিন
সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর জামিন
হবিগঞ্জ প্রতিনিধি
Tuesday, 22 October, 2024
ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 October, 2024
হত্যা মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার সুমন
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 22 October, 2024
সাবেক মন্ত্রী ইমরান আহমদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
Monday, 21 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up