Published : Sunday, 17 December, 2023 at 9:11 AM, Update: 17.12.2023 7:58:08 PM
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ৬১ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ অথবা মারা গেছেন বলে ধারণা করছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। রোববার বিট্রিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সেখান থেকে ২৫ জন ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হলেও এখনো শিশুসহ ৬১ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে তারা মারা গেছেন। নিখোঁজ ব্যক্তিদের অধিকাংশই নাইজেরিয়া, গাম্বিয়াসহ আফ্রিকার অন্যান্য দেশের বাসিন্দা।
জাতিসংঘের অভিবাসন সংস্থাটি আরও জানিয়েছে, জীবিত ২৫ ব্যক্তিকে লিবিয়ার একটি বন্দিশালায় পাঠানো হয়েছে এবং তাদের সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।
অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে রুট হিসেবে ব্যবহার করে আসছে মানবপাচারকারীরা। প্রতিবছর ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকাডুবির ঘটনা বেড়েছে। বিপজ্জনক এই সমুদ্রযাত্রায় পথেই অনেকে সবচেয়ে করুণ পরিণতি বরণ করছেন।
আইওএম’র তথ্যানুসারে, চলতি বছর ভূমধ্যসাগর পার হতে গিয়ে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ডুবে মারা গেছেন।