Published : Saturday, 9 December, 2023 at 7:16 PM, Update: 10.12.2023 2:53:01 PM
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসারের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬২ জন প্রার্থী আপিল করেছেন।
শনিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে স্থাপিত বুথে শেষ দিনে ১৩১ জন প্রার্থী আপিল আবেদন করেন। এসব আবেদন আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।
সংশ্লিষ্ট সূত্র মতে, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা পেয়েছেন এক হাজার ৯৮৫ জন প্রার্থী। আর ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসাররা।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।