শিরোনাম: |
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল, শ্রীকোল ইউপি চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, দপ্তর সম্পাদক আবু আনছার আশা, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়া, যুবলীগের পক্ষে বাবুল রেজা, আরজান বাদশা, স্বোচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলীনুর মোল্যা, ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
পরে আওয়া মীলীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থ্য জীবন ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/এইচএন
আপনার মতামত দিন
|