শিরোনাম: |
ময়মনসিংহের ত্রিশালে জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাররের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার এবং সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শোভা মিয়া আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য জননেতা ইকবাল হোসেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মাইনুল হাসান নয়, বঙ্গববন্ধু পরিষদের ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন উজ্জল, উপজেলা সৈনিক লীগের সভাপতি স্বপন করকার, ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন মোর্শেদ, বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মকবুল হোসেন, উপজেলা আওয়ামী কৃষকলীগ নেতা বাবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্র নেতা ফরহাদ হোসেন, কানিহারী ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক রকিব হোসেন, সাবেক ছাত্র নেতা ফারুক আহমেদ, কৃষকলীগ পৌর শাখার সাবেক আহবায়ক নেয়ামত আলী, সাবেক ছাত্র নেতা সাইফুল ইসলাম, বঙ্গববন্ধু সাংস্কৃতিক জোট কাঠাঁল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আবুল হোসেন, আমিরাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ, বঙ্গববন্ধু সাংস্কৃতিক জোট সাখুয়া ইউনিয়নের নেতা রানা মিয়া, হরিরামপুর ইউানয় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/এইচএন
আপনার মতামত দিন
|