শিরোনাম: |
মাগুরা শহরের হাজী সাহেব রোডে গতকাল রবিবার নির্মাণ কাজ করার সময় দেয়াল চাঁপা পড়ে রোমান হোসেন (৩০) ও রাসেল (২২) নামে দুই নির্মাণ শ্রমিক নিহত অপর ২ নির্মাণ শ্রমিক আহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ২ শ্রমিক। নিহত রোমান সদর উপজেলার আলিধানী গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও রাসেল নিজনান্দুয়ালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুল হাসান জানান, শহরের হাজী সাহেব রোডের কলেজ পাড়া এলাকার ইকরা তালিমুল মাদ্রাসার সামনে দিয়ে পৌরসভার ড্রেন নির্মানের কাজ চলছিল। সকাল সাড়ে ১১টার দিকে নির্মাণ কাজ চলাকালে রোকেয়া বেগম নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ির পশ্চিম দিকের সীমানা প্রাচীরটি ভেঙ্গে সেখানে কর্মরত শ্রমিকদের উপর পড়ে।
এ সময় রোমান নামে এক শ্রমিক হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। আহত হন অপর ৩ নির্মাণ শ্রমিক। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে রাসেল মারা যান। আহত রমজান (২২), শাকিল (২৩) কে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/এইচএন
আপনার মতামত দিন
|