শিরোনাম: |
নেত্রকোনার দুর্গাপুরে ধর্ষন চেষ্টা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ি আদমপুর চরপাড়া গ্রামের এক গৃহবধূকে যৌন নির্যাতন এবং ধর্ষন চেষ্টা মামলার আসামি আব্দুল মতিন ওরফে মতিকে (৩০) রোববার দুপুরে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের তারা মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,জেলার দুর্গাপুরের রামবাড়ি আদমপুর চরপাড়া গ্রামের আব্দুল মতিন গত ২৩ মে মধ্যরাতে একই গ্রামের এক গৃহবধূর ওপর যৌন নির্যাতন চালায় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে ওই গৃহবধূ বাদী হয়ে গত ৩ জুন আব্দুল মতিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুর্গাপুর থানায় মামলা করেন। মামলার পর থেকে আব্দুল মতিন আত্মগোপন করেছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রোববার দেড়টার দিকে উপজেলার ঝাঞ্জাইল বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহনূর এ আলম জানান, ধর্ষণ চেষ্টা মামলার আসামি মতি দীর্ঘদিন পলাতক ছিল। ঝাঞ্জাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/এইচএন
আপনার মতামত দিন
|