Published : Sunday, 27 September, 2020 at 7:26 PM, Update: 27.09.2020 8:43:03 PM
খুলনার বটিয়াঘাট উপজেলার কিসমত ফুলতলা শান্তিধাম সার্বজনিন পুজা মন্দিরের ডাকাতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি। কমিটির সভাপতি এডভোকেট বিধান বিহারী গোস্বামী ও মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক অবিলম্বে এই ডাকাতির ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। রোববার এক যৌথ বিবৃতিতে তারা এই দাবি জানান।
উল্লেখ্য গত রোববার খুলনার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা শান্তিধাম সার্বজনীন পুজা মন্দিরের ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে । ঘটনার পর পরই স্থানীয় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের পুজা কমিটির সাধারণ সম্পাদক সৌরভ তরফদার।
এই দিকে মন্দির পরিচালনা কমিটির নেতারা অভিযোগ করেছেন, এই পযর্ন্ত এই মন্দিরে পর পর চার বার ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ ডাকাতদের গ্রেফতার করতে পারেনি। সর্বশেষ গত রোববার ডাকাতির পর পুলিশকে পরের দিন জানানো হলেও ঘটনার ৬ দিন পর মন্দির পরিদর্শন করেন স্থানীয় থানার পুলিশের সদস্যরা। এমনিক ঘটনার ৬ দিন পেরুলেও এই ঘটনার সঙ্গে জড়িতদের কাউকেই এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।