শিরোনাম: |
‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যের বিশ্বাসে গাইবান্ধা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর (শনিবার) জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গাইবান্ধা জেলা শাখার সভাপতি এ্যাড: ইস্তেকুর রহমান সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা শাখার সাবেক ইউনিট কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, এস,কে মুজিদ মুকুল, নাজমুল আরেফিন তারেক, গৌতম চন্দ্র মোদক, ওয়াসিকার ইকবাল মাজু, গাইবান্ধা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি সভাপতি মো: মকছুদার রহমান শাহান, বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা গাইবান্ধা জেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: শামছুল আলম, মুক্তিযোদ্ধা সংসদ পলাশবাড়ী উপজেলা শাখার সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুর রহমান, ফুলছড়ি উপজেলা শাখার সাবেক কমান্ডার মো: হাবিবুর রহমান, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাবেক কমান্ডার নুরুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাবেক কমান্ডার এমদাদুল হক বাবলু, ফুলছড়ি উপজেলার সাবেক কমান্ডার ও ১ নং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম বাবলু, সাদুল্লাপুর উপজেলার সাবেক কমান্ডার মো: আ: রশিদ আজমী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ আতিকুর বাবু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির কল্যান ও পূর্ণবাসন সাধারন সম্পাদক ফারহানা আক্তার সুমি,যুগ্ন সাধারন সম্পাদক প্রিন্স হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মীর মিজানুর রহমান লিটন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সাইদুল হক কল্লোল।
এ সময় উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গাইবান্ধা জেলা শাখার সাবেক সহ-সভাপতি রোহিত হাসান রিন্টুসহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মী। এর আগে পৌরপার্কের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। শেষে পরিচিতি সভার পর অতিথিদের মাঝে ক্রেষ্ট বিতরন করেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/এইচএম
আপনার মতামত দিন
|