শিরোনাম: |
চার সহপাঠীসহ বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরা হলোনা স্কুল শিক্ষার্থী মুক্তার। নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে মুক্তা বেগম (১৫) নামের ঐ শিক্ষার্থীর মৃত্যু ও অপর তিনজন আহত হয়েছে।
নিহত শিক্ষার্থী মুক্তা কুল্লাগড়া ইউনিয়নের ভূলিপাড়া গ্রামের শহিদ মিয়ার মেয়ে। সে উপজেলার রানিখং মিশন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা শনিবার বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে একসাথে চার সহপাঠী বাসা থেকে বের হয়। ভবদেবপাড়া পাড়া নামক স্থানে আসলে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলে মুক্তা বেগম নিহত হয় ও অপর তিনজন আহত হয়।
বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/এইচএম
আপনার মতামত দিন
|