শিরোনাম: |
বগুড়ার আদমদীঘিতে একটি গোডাউনের দেয়াল কেটে প্রসাধনী ও খাদ্য দ্রব্য চুরি করে অন্যত্র বিক্রি করার সময় হাতে নাতে ধরার পরেও একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও রক্ষা পেল না ওই চোর। অবশেষে ঘটনার ৪ দিন পর এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হলে পুলিশ শনিবার দুপুরে চোরাই মাল সহ চোর ফেরদৌস হাসান (৩৫) কে আটক করে থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলা সদরের কুসুম্বী বাজারে বন্ধু টেডার্স এর গোডাউনের দেয়াল কেটে গত মঙ্গলবার রাতে ৫০০ গ্রাম ওজনের ৩ বস্তা ঘড়ি পাউডার ও ৪ বক্স সেন্টার ফুট চুরি হয়। পরদিন সকালে গোডাউন মালিক ইদ্রিস আলী গোডাউনের দেয়ালে ইট খোলা দেখে মালমাল চুরি হওয়ার বিষয়টি বাজার কমিটিকে অবহিত করে।
শুক্রবার সন্ধ্যায় চুরি যাওয়া মালামালের মধ্যে ৫৪ প্যাকেট ঘড়ি পাউডার পার্শ্ববর্তী বগারবাড়ী বাজারে চোর ফেরদৌস হাসান বিক্রি করতে গেলে লোকজন টের পেয়ে গোডাউন মালিক কে খবর দিলে তৎক্ষনাত বাজার কমিটির সভাপতি ধান ব্যবসায়ী ইউসুফ আলী ও সম্পাদক ফরহাদ হোসেন সহ স্থানীয়রা ঘটনাস্থলে পৌছে হাতে নাতে মালামাল সহ ওই চোরকে আটক করে।
বাজার কমিটির নিয়ম অনুযায়ী একটি শালিস বৈঠকে ওই চোরকে স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারীর জিম্মায় ছেড়ে দেয়া হয়। এদিকে কুসুম্বী বাজারে ইতিপূর্বে একাধিকবার চুরির ঘটনা ঘটলেও আইনগত কোন ব্যবস্থা গ্রহণ না করে বাজার কমিটি শালিস বৈঠকের মাধ্যমে দন্ড জরিমানা করে চোরদের ছেড়ে দেয়।
গ্রামবাসী ও বাজার এলাকার একাধিক ব্যবসায়ীরা বলেন, ইউপি সদস্য ও বাজার কমিটির লোকজন চোরের পরিবারের নিকট মোটা অংকের লেনদেনের মাধ্যমে ঘটনাটি ধামাচাপার চেষ্টা চালায়। অবশেষে স্থানীয় লোকজনদের চাপের মুখে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরি যাওয়া মালামাল সহ কুসুম্বী গ্রামের মোজাম্মেল হকের ছেলে চোর ফেরদৌস হাসানকে আটক করে।
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন চোর কে আটক ও মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/এইচএম
আপনার মতামত দিন
|