শিরোনাম: |
বান্দরবান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩৫ লক্ষ টাকার বরাদ্দের ১টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ২৫ সেপ্টেম্বর দুপুরে প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্তণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের তত্ত্বাবধানে উন্নয়ন কাজটি হলো ৩৫ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান সদর উপজেলার আমতলী পাড়া জামে মসজিদ নির্মাণ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্তিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাঃ মাহবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোবাশ্বের হোসেন, পৌরসভার মেয়র মাহাম্মদ ইসলাম বেবী, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের প্রকল্প পরিচালক মাঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আবু বিন মাহাম্মদ ইয়াছির আরাফাত, সিনিয়র সহকারি প্রকৌশলী তুষিত চাকমা, ৯ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাঃ আবুল কালামসহ প্রমুখ।
মসজিদ উদ্বোধন শেষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পরে মাধ্যমে পার্বত্য এলাকায় আজ উন্নয়ন অব্যাহত রয়েছে। পার্বত্য জেলার আনাচে কানাচে রাস্তা, ব্রীজ, শিক্ষা প্রতিষ্টান, ধর্মীয় প্রতিষ্টানসহ নানান উন্নয়ন কাজ তরান্বিত হচ্ছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/এইচএম
আপনার মতামত দিন
|