Published : Saturday, 26 September, 2020 at 4:41 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৩ শতাধিক দুস্থ পথশিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাগুরা জেলা শাখা। শহরের এমআর রোডে পৌরসভার সামনে শনিবার দুপুরে এ খাবার বিতরণ করা হয়।
এ সময় জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম-আহবায়ক আলী আহমদ আহাদ, পৌর কাউন্সিলর সাকিব হাসান তুহিনসহ যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা, সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগ ৪ দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে শনিবার দ্বিতীয় দিনে শহরের ৩ শতাধিক দুস্থ পথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হলো। আমরা প্রথম দিনে শুক্রবার বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল করেছি। রবিবার বৃক্ষরোপন কর্মসূচী ও সোমবার আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভা এবং ওইদিন সন্ধ্যায় স্টেডিয়াম চত্বরে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।