শিরোনাম: |
গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশনায় ও পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে একটি চৌকস টিম মাদক ব্যবসায়ী আনিছুর রহমানকে (২২) ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পলাশবাড়ী পৌর শহরের ছোট শিমুলতলা এলাকা থেকে আসল আনিছুরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আনিছুর রহমান পলাশবাড়ী পৌর শহরের ছোট শিমুলতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদার রহমান মাসুদ বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|