শিরোনাম: |
নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজায় ৩ দিনের সরকারি ছুটি এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মোড়ে হিন্দু যুব পরিষদ ও বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ নেত্রকোনা জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শ্যামলেন্দু পাল, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক জেলা সভাপতি ভজন দাস প্রমূখ।
বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা ছাত্র পরিষদের সভাপতি আরাধন তালুকদার, সাধারন সম্পাদক সাগর সরকার জয়, সমন্বয়ক ঝুটন সরকার, ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা আদিত্য সাহা, ঝলক সরকার প্রমূখ।এ সময় বক্তারা সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন ও দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ানোর জোর দাবি জানান।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|