Published : Tuesday, 22 September, 2020 at 10:35 PM
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি কাভার্ড ভ্যান থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। এ ঘটনায় মাদক পরিবহন কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারা হলেন- লালমনিরহাট সদর উপজেলার খোচাবাড়ি শাহিন মোড় সাকোবাজার এলাকার নাদের হোসেনের ছেলে সাইদুল ইসলাম বানিয়া ওরফে শহিদুল ইসলাম (৩৬) ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি এলাকার রজব আলীর ছেলে মোসাদ্দেকুর রহমান ওরফে রাজ (৩০)। তারা দুইজন পেশায় চালক ও হেলপার।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব-১৩ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সিদ্দিক আহমদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কামারদাহ ফাঁসিতলা বাজারের কাছে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায় র্যাব। এ সময় কাভার্ড ভ্যানের পিছনের ব্যাক ডালায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৪২ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় শহিদুল ও মোসাদ্দেকুরবে গ্রেফতারসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা কুড়িগ্রাম থেকে বোঝাই হওয়া গাঁজা নাটোরে সরবরাহ করার কথা জানান। এছাড়াও তারা কাভার্ড ভ্যানে মালামাল বহনের আড়ালে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ওই দুইজন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।