শিরোনাম: |
নেত্রকোনার দুর্গাপুরে এক নাবালিকা মেয়েকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে আবু বক্কর (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত আবু বক্কর উপজেলার সদর ইউনিয়নের বারমারী লক্ষীপুর গ্রামের আবদুস সোবানের পুত্র।
এই ঘটনায় সোমবার (২১সেপ্টেম্বর) সকালে ভিকটিমের পিতা আজিম উদ্দিন দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, বারমারী লক্ষীপুর গ্রামের আজিম উদ্দিনের শ্যালক মোবারক মিয়া এক মাস পূর্বে স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় যান তার ছোট ভাইয়ের চিকিৎসার জন্য। সেই সুবাদে মোবারক হোসেন এর বাড়ি ফাঁকা ছিলো।
গত শুক্রবার (১৮সেপ্টেম্বর) দুপুর অনুমান ১২টার দিকে আজিম উদ্দিনের নাবালিকা কন্যা মোবারক হোসেনের বাড়িতে যায় হাঁস মুরগিকে খাবার খাওয়ানোর জন্য। সে সুযোগে ফাঁকা বাড়িতে আবু বক্কর প্রবেশ করে নাবালিকা মেয়েটিকে বিভিন্নভাবে ফুসলাইয়া রান্না ঘরে নিয়ে যায়। ঘরে গিয়ে সে চিৎকার দেওয়ার চেষ্টা করলে মেরে ফেলবে এই ভয় দেখিয়ে মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপুর্বক ধর্ষন করার চেষ্টা করে। একপর্যায়ে মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে আবু বক্কর পালিয়ে যায়।
এ ব্যপারে দুর্গাপুর থানার ওসি শাহনুর-এ আলম বলেন, ভিকটিমের পিতা থানায় একটি অভিযোগ করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরত্ব দিয়ে দেখা হচ্ছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|