শিরোনাম: |
ময়মনসিংহের ত্রিশালে একটি বিলে কৃত্রিম বাঁধ নির্মাণের মাধ্যমে পানি আটকে দেয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে কমপক্ষে ১০ একর জমিতে ফসল চাষাবাদে বিঘ্নতা ঘটছে।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যন্ত গড়ালে তাঁর পদক্ষেপে সেই সমস্যার সমাধান হতে চলেছে। জানা যায়, ত্রিশাল উপজেলার চিকনা মধ্যপাড়া ধলিবিলের পানি কৃত্রিম উপায়ে আটক করে রাখা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের কাছে ভূক্তভোগী কৃষকরা লিখিত অভিযোগ করেন।
অভিযোগ, স্থানীয় শহীদুল্লা বিলের পানি প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। ভূক্তভোগী হাবিবুর রহমান গং সমাধান বিষয়টির সমাধান চেয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। তৎপ্রেক্ষিতে ইউএনও মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পরিদর্শনে করেন।
বিষয়টি তড়িৎ সমাধানের লক্ষে উভয় পক্ষকে ডেকে ৩ ঘন্টা সুষ্ঠু আলোচনা করেন। স্থানীয়রা মনে করছেন, ইউএনও মহোদয় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উভয় পক্ষের সাথে আলোচনা করেছেন। ইউএনও মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়ামাত্র ঘটনাস্থলে গিয়েছি। কিভাবে সমাধান করা যায় উভয়পক্ষকে ডেকে এনে আলোচনা করেছি। সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|