শিরোনাম: |
রাজধানী যাত্রবাড়ীর ধলপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আকতার হোসেন সিকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে ধলপুর লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকতার হোসেন সিকদার জাতীয় দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার সাংবাদিক আকাশ সিকদারের বাবা। এবং সায়েদবাদে একটি বাস কাউন্টারে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ছেলে আকাশ শিকদার সাংবাদিকদের জানান, তার বাবা ভোর সাড়ে ৪টার দিকে বাসা থেকে সায়েদাবাদ যাতায়াত বাস কাউন্টারে যাওয়ার সময় লিচু বাগান মসজিদের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আক্তার হোসেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মাইনকারচর গ্রামের মৃত হজরত আলীর ছেলে। বর্তমানে তিনি ৩৫/৬ ধলপুর লিচুবাগান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার দুই সন্তান রয়েছে।
যাত্রারাড়ী থানা অফিসার ইনচার্জ মাযহারুল ইসলাম বলেন, নিহতের শরীলে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং একটি হত্যা মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য (ঢামেক) হাসপাতাল প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায় নাই।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|