Published : Friday, 18 September, 2020 at 11:49 PM
রাজধানীর হাইকোর্ট মাজারসহ ১৫টি মসজিদে অসহায় পথবাসি ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ কেন্দ্রীয় কমাণ্ড কাউন্সিল। গতকাল শুক্রবার বাদ জুম্মা নামাজ শেষে এই খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ সুজাউল করিম চৌধুরী বাবুল,সহ সভাপতি জয়খোকন ও ওয়ালীউর রহমান ওয়ালী, সাধারণ সম্পাদক আলামিন মুক্তিসহ আরো অনেকে।
এরআগে কমলাপুর-আরামবাগ,পল্টন ও হাইকোর্টসহ ১৫টি মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফেরাত কামনা এবং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী দলের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মকবুল হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং সারাদেশে ও প্রবাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।