শিরোনাম: |
নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরের তেরী বাজার থেকে বৃহস্পতিবার রাতে ১৮০ পিস ইয়াবাসহ শারমীন ওরফে সাহারাকে (২৮) আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। সে উপজেলার শিবগঞ্জের ভবানীপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী। শুক্রবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাটিয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার দুর্গাপুরের ভবানীপুরের দুলাল মিয়ার স্ত্রী শারমীন ওরফে সাহারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহনুর এ আলম জানান,ঐ নারী ইয়াবা গুলো বিক্রয়ের উদ্দেশ্যে দুর্গাপুরে নিয়ে যাচ্ছিল। পুলিশি অভিযান চালিয়ে তার কাছ থেকে ১শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করে। মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|