শিরোনাম: |
বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদের প্রথম জেলা সম্মেলন নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা শহরের সাতপাই এলাকায় নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সোমবার এ সন্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতি পদে নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ সায়েদুর রহমান খান নির্বাচিত হয়েছেন, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহনগঞ্জ আদর্শনগর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমান এবং আটপাড়া শুনই উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী খাজা লুৎফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
জেলার ১০ উপজেলার বে-সরকারী কলেজ, মাদ্রাসা ও উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর কর্মচারীদের অংশগ্রহনে মোঃ সিরাজুল ইসলাম ছাত্তারের সভাপতিত্বে দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাজহারুল ইসলাম, নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদের কেন্দ্রীয়, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ বে-সরকারী শিক্ষক কর্মচারী ফোরাম নেত্রকোনা জেলা সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মোকছেদুল মোমেন সবুজ, এসএমএ হান্নান দেওয়ানী ও জামালপুর জেলার সভাপতি মোঃ জাফর আলী।
বক্তব্য রাখেন, খালিয়াজুড়ি উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবউল্লাহ, মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি আনিছুর রহমান, আটপাড়া উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম, দূর্গাপুর উপজেলা প্রতিনিধি স্বপ্রীম কুমার সাহা প্রমুখ প্রমূখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে সভার সভাপতি জেলা কমিটি নির্বাচনে তিনটি পদে নাম আহবান করলে সভাপতি পদে মোঃ সায়েদুর রহমান খান, সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান এবং খাজা লুৎফুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রস্তাব করা হয়। হাউজে সর্বসন্মতিতে তা গৃহীত হয়।
পরবর্তিতে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণার জন্য নব নির্বাচিত সভাপতি ও সম্পাদককে দায়িত্ব প্রদান করা হয়।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|