শিরোনাম: |
রাজনীতি করতে হলে আরএস,সিএস, বিএস এর প্রয়োজন আছে, চাঁদপুর-১ কচুয়ার রাজনীতির আরএস, সিএস,বিএস হরেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহছানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলা দলের ভাইস প্রেসিডেন্ট নাজমুন নাহার হক বেবী দম্পতি।
কথাগুলো তুলে ধরেছেন মালদ্বীপ বিএনপি’র প্রতিষ্ঠাকালীন থেকে প্রচার সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত খলিলুর রহমান।
তিনি বলেন, আসলে কে কার সেই কথা বিশ্বাস করতে খুব কষ্টকর, তবে আমার বিশ্বাস যার উপর রেখেছি তাহাকে আমি বিশ্বাস করি। এখন যদি সে ব্যক্তি আমার বিশ্বাসের ঘরে চুরি করে যায় তাহলে বুঝতে হবে তাহার নিকটতম ব্যক্তির সাথেও সে বিশ্বাস ঘাতকতা করেছে কিন্তু আমার বিশ্বাস তাহার উপর অটুট রইল এবং থাকবে।
ঠিক আমাদের চাঁদপুর-১ কচুয়ার অভিভাবক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর এহছানুল হক মিলন ও তার সহধর্মীনি নাজমুল নাহার হক বেবী দলের উপর বিশ্বাস রেখে চলছেন। আর এলাকার নেতাকর্মীদের উপর বিশ্বাস রেখে পথ দেখিয়ে যাচ্ছেন, আর সেই সমস্ত নেতৃবৃন্দের মধ্যে কিছু নেতা কর্মী যদি বিশ্বাস ঘাতকতা করে তাহলে কি করার আছে?
খলিলুর রহমান আরো বলেন, মিলন দম্পতি যাদের ওপর বিশ্বাস রেখে যাচ্ছেন একদিন সেই বিশ্বাসঘাতরা তারা তাদের ভূল বুঝতে পারবে, আর সেই দিন হয়তো স্থানগুলো পরিবর্তন হয়ে যাবে, তবে পুরানো দাগগুলো দেখে অন্যদের হাসির স্থান হয়ে দাড়াবে কিন্তু দেখতে পাবে এহছানুল হক মিলন সাহেবের ও নাজমুন নাহার হক বেবীর জন্য এগুলো কিছুই না কিন্তু বিশ্বাসঘাতকরা হাসির পাত্র হয়ে যাবে সবার কাছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|