শিরোনাম: |
গাইবান্ধার গোবিন্দগঞ্জ বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দিলবর (১৪) নামে এক অটোভ্যান চালকের লাশ উদ্ধার করেছে। গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামের টকোরগাড়ী নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিয়নের পিয়ারপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, আজ ১৩ সেপ্টেম্বর (রবিবার) সকালে বটতলা গ্রামে রোপা আমন ধানের ক্ষেতে লাশ দেখতে পেয়ে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
পরিবার সুত্রে জানা গেছে, দিলবর একজন অটোভ্যান চালক, প্রতি দিনের ন্যায় গত ১২ সেপ্টেম্বর বিকলে সে বাড়ী থেকে অটোভ্যান নিয়ে বের হলেও বাড়ীতে আর ফিরে আসেনি। না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে। রাতে খুঁজে না পেলেও সকাল বেলা তার মৃহদেহ পাওয়া যায় ধান ক্ষেতে। দিলবরের লাশ সনাক্ত করেন নিহতর মা ম।নিহত দেলবরের গলায় গামছা পেঁচানো ছিলো এবং রাস্তার অন্য পাশে তার জুতা পাওয়া যায়।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মিলন চ্যাটার্জী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ধারনায় অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দিলবর হত্যার শিকার হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|