Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ■ এনসিটিবির সামনে দুপক্ষের সংঘর্ষ, আহত অনেকেই ■ ‘বিচারের পর দল নিয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আছে’ ■ অস্ত্র মামলায় রিমান্ডে ছাগলকাণ্ডের মতিউর ■ যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে সম্পর্ক হোঁচট খাবে না ■ দুদক সংস্কারে ৪৭ সুপারিশ ■ অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাই খালাস
বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী সভায় পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী
ছাগল নাচে খুঁটির জোরে, আমি নাচি শেখ হাসিনার জোরে
Published : Saturday, 12 September, 2020 at 9:46 PM

বীর বাহাদুর উশৈসিং

বীর বাহাদুর উশৈসিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, ‘ছাগল নাচেঁ খুটির জোরে আর আমি নাচিঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জোরে’। তিনি পার্বত্য এলাকার উন্নয়নে আন্তরিক বলেই আজ মানুষ উন্নয়নের সুফল ভোগ করছে। উন্নয়নের চিত্র তিন পার্বত্য জেলায় দৃশ্যমান হয়ে উঠেছে। পানি প্রকল্প উদ্বোধনের মাধ্যমে আলীকদম সদরের মানুষের দীর্ঘদিনের পানির সংকট দূর হয়েছে। ফায়ার সার্ভিস স্থাপিত হওয়ায় দৈবদূর্যোগ থেকে মুক্তি পাবে মানুষ। 

গতকাল (১১ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের আলীকদম উপজেলা সদরে পানি সংকট নিরসনে ৯ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যায়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি আরো বলেন, পানির প্লান্ট উদ্বোধন হওয়ায় আলীকদম উপজেলা সদরের প্রায় অর্ধলক্ষ মানুষ নিরাপদ পানির আওতায় আসবে।

এর আগে মন্ত্রী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে নয়াপাড়া রোয়াম্ভু খালের উপর পিসি গার্ডার ব্রিজসহ ৫ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যায়ে চারটি প্রকল্প ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৯০লক্ষ টাকা ব্যায়ে দুটি প্রকল্পের উদ্বোধন করেন। দুপুরে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় যোগদেন। এসময় তিনি পার্বত্য জেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ্দুজ্জামান, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সাঈদ ইকবাল, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো: জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সোহারাব হোসেন।

দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh


আপনার মতামত দিন
দুদক সংস্কারে ৪৭ সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
Wednesday, 15 January, 2025
আজ ৪ সংস্কার কমিশনের রিপোর্ট
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 January, 2025
অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করলো সরকার
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 14 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up