শিরোনাম: |
রংপুর সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়নের ভুরারঘাট বাজার হতে জহুরুল হক ভোলা (৬০) নামে এক ভ্যানচালকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভুরারঘাট বাজার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই বাজারের একটি গোডাউনের নৈশপ্রহরী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জহুরুল হক ভোলা পেশায় একজন ভ্যানচালক। ভুরারঘাট বাজারের পাশে তার বাড়ি। তিনি দিনের বেলা ভ্যান চালালেও রাতে ওই বাজারের ফরহাদ হোসেন নামে এক ব্যবসায়ীর গোডাউনের নৈশপ্রহরী হিসেবে থাকতেন।
শনিবার সকালে লোকজন বাজারে এসে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জহুরুল হককে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রাখে।
গোডাউন মালিক ফরহাদ হোসেন জানান, তার গোডাউনের ভিতরে দরজা বন্ধ করে রাত জেগে পাহারা দিতেন জহুরুল হক। সেখানে ধান ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল ছিল। দুর্বৃত্তরা কৌশলে জহুরুল হককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করতে পারে। সকালে গোডাউনের দরজা খোলা পাওয়া যায় এবং সেখান থেকে কয়েক লাখ ও কিছু মালামাল দুর্বৃত্তরা নিয়ে গেছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুল ইসলাম। তিনি জানান, হত্যাকান্ডের বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|