শিরোনাম: |
কুষ্টিয়ার মিরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকার করায় ছাইদা খাতুন (৩৪) নামের এক নারী ভিক্ষুককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ঐ ভিক্ষুকের আপন ভাই এর ছেলে রনি প্রামানিক (৩০) এর বিরুদ্ধে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করে পুলিশ।
নিহত ছাইদা খাতুন মিরপুর উপজেলার তেঘরিয়া ক্যানেলপাড়া এলাকার মৃত কিতাদী প্রামানিকের মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়, স্বামী পরিত্যাক্তা নারী ছাইদা খাতুন তার বড় ভাই ইউনুস প্রামানিকের বাড়ীতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন। সে গ্রামে, বাজারে ভিক্ষা করে এবং একই থাকেন। ভিক্ষার টাকা নিতে প্রায়ই ইউনুস এর বড় ছেলে মাদকাসক্ত রনি প্রামানিকের সাথে বিবাদ হয়।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সকালে ভিক্ষুক ছাইদা খাতুনের কাছে থাকা এক হাজার টাকা কেড়ে নিতে যায় রনি প্রামানিক। এসময় ছাইদা খাতুন টাকা দিতে অস্বীকার করায় তাকে বেধর মারধর করে। এক পর্যায়ে ছাইদা খাতুনের গলার উপরে পা দিয়ে শ্বাসরোধ করে।
পরে প্রতিবেশিরা ছাইদা খাতুনের কোন সাড়া না পেয়ে ঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখে। পরে পুলিশে খবর দিলে সোমবার বিকেলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনার পর থেকে রনি প্রামানিক (৩০) পলাতক রয়েছে।
মিরপুর থানার এসআই আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছিলো। ময়না তদন্ত সম্পন্ন হয়েছে, রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|