শিরোনাম: |
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা পিতা ওমর আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা করেছে শ্রীপুর উপজেলার মুক্তিযোদ্ধারা। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মোঃ ইয়াছিন কবীরের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্যা নবুয়ত আলী, উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর বাহিনীর যুদ্ধকালীন কমান্ডার বদরুল আলম, কমান্ডার হাফিজুর রহমান, কমান্ডার মোজাহার আলী, জেলা ইউনিটের সাবেক সাংগঠনিক কমান্ডার মিঞা শাহাদৎ হোসেন, বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন, উপজেলা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মিঞা নজরুল ইসলাম, সদর ইউনিয়নের কমান্ডার নজরুল ইসলাম রাজু, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, মুক্তিযোদ্ধা হাসেম আলী, মুক্তিযোদ্ধা আনছার আলী, সব্দালপুর ইউনিয়নে কমান্ডার কওসার আলী, মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় মুক্তিযোদ্ধাগণ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম ও তার মুক্তিযোদ্ধা পিতা ওমর আলীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|