শিরোনাম: |
বগুড়ার ধুনট উপজেলায় অপহরনের পর স্কুলছাত্রীকে এক মাস ধরে জিম্মি রেখে ধর্ষণ মামলার বাদী নরেন সরকারকে (৪৫) কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সোমবার সকালের দিকে নরেন সরকার বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ধুনট থানায় এ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বানিয়াজান চল্লিশপাড়া গ্রামের নরেনের মেয়ে গোসাইবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় একই গ্রামের আল-আমিনের ছেলে শাকিল আকন্দ (১৯)। কিন্ত বখাটের প্রেমে সাড়া দেয়নি স্কুলছাত্রী। এ অবস্থায় ২৮মে বাড়ির পাশের রাস্তা থেকে শাকিল ও তার সহযোগী সুজন স্কুলছাত্রীকে অপহরণ করে। এরপর স্কুলছাত্রীকে বিভিন্ন স্থানে আটক রেখে ধর্ষণ করে শাকিল।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ১জুন শাকিল আকন্দসহ ৯ জনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। গত ২৫জুন নিলফামারী সদর থেকে স্কুলছাত্রীকে উদ্ধার এবং ৩১আগষ্ট শাকিলকে গ্রেপ্তার করে ১সেপ্টেম্বর কারাগারে পাঠিয়েছে পুলিশ। এতে ধর্ষণ মামলার অন্যান্য আসামীরা ক্ষুব্ধ হয়ে ২সেপ্টেম্বর নরেনকে কুপিয়ে হত্যাচেষ্টা করে। এ ঘটনায় নরেন সরকার বাদী হয়ে শাকিলের চাচাতো ভাই নিয়ন সহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান মিঞা বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। এই মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|