শিরোনাম: |
কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালী গ্রামের জেলে পাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের ৬টি বাড়ি-ঘর ও ১টি জেলে নৌকা ভাংচুর করে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রবিউল। রবিউল অত্র এলাকার মোহাম্মদের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিউল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও জলদস্যু। তার বয়ে এলাকায় কেউ মুখ খুলতে চায় না। সে যখন যা মন চায় তাই করে। তার অত্যাচারে অতিষ্ঠ সংখ্যালঘু পরিবার। শুধু তাই নয় তার নামে মামলা সহ একাধিক বার বিচার শালিসেরও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী অর্জুন দাস জানান, গত ৪ সেপ্টেম্বর রবিউল আমাদের কাছে একটি নৌকা চায় বাঁশ আনার জন্য। আমরা তার বয়ে কাজে না যেয়ে ঘাটে নৌকা রেখে দেই। কিন্তু সে একে একে দুই দিন নৌকা না নেওয়ায় তৃতীয় দিন আমরা জীবিকার তাগিদে নৌকা নিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরে আইসা দেখি আমার এবং আমার বাড়ির আরো ৫ জনের ঘর-বাড়ি ও একটি নৌকা কুপিয়ে ভাংচুর করে।
এবিষয়ে রবিউলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি মিথ্যা ও বানোয়াট, আমি এবিষয়ে কিছুই জানি না।
তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ আহসানুল ইসলাম জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নাই। যদি লিখিত অভিযোগ পাই তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিবো।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|